ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যোগ্য নেতৃত্বের অভাবে দেশের সম্ভাবনা পূর্ণ হয়নি: জাহিদুল ইসলাম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বলেন, যোগ্য নেতৃত্বের অভাবে দেশের বিপুল সম্ভাবনা আজও বাস্তবায়িত হয়নি। বেকারত্ব, মাদক ও নৈতিক অবক্ষয় সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

তিনি উল্লেখ করেন, পাকিস্তান রাষ্ট্রের মাধ্যমে দেশের মানুষ রাজনৈতিক মুক্তি ও উন্নত শাসন প্রত্যাশা করলেও পাকিস্তানি শাসকদের ব্যর্থতায় সেই স্বপ্ন পূরণ হয়নি। দীর্ঘ মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা এসেছে, তবে পরবর্তী একদলীয় শাসন, বাকশাল প্রতিষ্ঠা এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধকরণের কারণে দেশ নৈরাজ্যের শিকার হয়েছে।

জাহিদুল ইসলাম বলেন, সেই পরিস্থিতিতেই তরুণ সমাজের মধ্যে আদর্শিক ছাত্রসংগঠনের প্রয়োজন দেখা দেয় এবং সততা ও নৈতিকতার আলো ছড়িয়ে দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়। তিনি বিগত সরকারের শাসনামলকে সমালোচনা করে অভিযোগ করেন, দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য, ভোটাধিকার হরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ইসলামী মূল্যবোধ দমনের মাধ্যমে দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে।

জাহিদুল ইসলাম ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, তরুণদের আত্মত্যাগ ও শাহাদাতের আকাঙ্ক্ষা জাতির মধ্যে নতুন আদর্শিক জাগরণ সৃষ্টি করেছে।

শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট, আবাসন সংকট ও গবেষণার অভাব শিক্ষার্থীদের স্বপ্ন নষ্ট করছে। এসব সমস্যা সমাধানে ছাত্রশিবির এ বছর যুগোপযোগী ৩০ দফা শিক্ষা ও সমাজ সংস্কার প্রস্তাবনা পেশ করেছে।

জনপ্রিয় সংবাদ

কারাকাসে একাধিক বিস্ফোরণ, যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা উত্তেজনা নতুন মাত্রায়

যোগ্য নেতৃত্বের অভাবে দেশের সম্ভাবনা পূর্ণ হয়নি: জাহিদুল ইসলাম

আপডেট সময় ১২:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বলেন, যোগ্য নেতৃত্বের অভাবে দেশের বিপুল সম্ভাবনা আজও বাস্তবায়িত হয়নি। বেকারত্ব, মাদক ও নৈতিক অবক্ষয় সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

তিনি উল্লেখ করেন, পাকিস্তান রাষ্ট্রের মাধ্যমে দেশের মানুষ রাজনৈতিক মুক্তি ও উন্নত শাসন প্রত্যাশা করলেও পাকিস্তানি শাসকদের ব্যর্থতায় সেই স্বপ্ন পূরণ হয়নি। দীর্ঘ মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা এসেছে, তবে পরবর্তী একদলীয় শাসন, বাকশাল প্রতিষ্ঠা এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধকরণের কারণে দেশ নৈরাজ্যের শিকার হয়েছে।

জাহিদুল ইসলাম বলেন, সেই পরিস্থিতিতেই তরুণ সমাজের মধ্যে আদর্শিক ছাত্রসংগঠনের প্রয়োজন দেখা দেয় এবং সততা ও নৈতিকতার আলো ছড়িয়ে দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়। তিনি বিগত সরকারের শাসনামলকে সমালোচনা করে অভিযোগ করেন, দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য, ভোটাধিকার হরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ইসলামী মূল্যবোধ দমনের মাধ্যমে দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে।

জাহিদুল ইসলাম ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, তরুণদের আত্মত্যাগ ও শাহাদাতের আকাঙ্ক্ষা জাতির মধ্যে নতুন আদর্শিক জাগরণ সৃষ্টি করেছে।

শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট, আবাসন সংকট ও গবেষণার অভাব শিক্ষার্থীদের স্বপ্ন নষ্ট করছে। এসব সমস্যা সমাধানে ছাত্রশিবির এ বছর যুগোপযোগী ৩০ দফা শিক্ষা ও সমাজ সংস্কার প্রস্তাবনা পেশ করেছে।