বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। একটি গণমাধ্যমকে টেলিফোনে তিনি বলেন, ভোটার তালিকা আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে যে কাউকে যেকোনো সময় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।
ইসি মাছউদ জানান, আইনটির ১৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজন হলে কমিশন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে। তবে শনিবার (২৮ ডিসেম্বর) তারেক রহমান ভোটার হওয়ার জন্য নির্বাচন ভবনে আসবেন কি না—সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে গণসংবর্ধনা শেষে তারেক রহমান প্রথমে হাসপাতালে গিয়ে তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। শুক্রবার তিনি শেরে-বাংলা নগরে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। পরে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলের মধ্যে বুলেটপ্রুফ বাসে করে তিনি পূর্বাচলের সংবর্ধনা মঞ্চে যান। এ সময় বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত সড়কের দুই পাশে নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে, যা পুরো এলাকা জনসমুদ্রে পরিণত করে।




















