দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করতে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় জামায়াত আমির লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর রহম করুন, তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।”
তিনি আরও দোয়া করেন, যেন আল্লাহ তায়ালা মরহুমার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের সবরে জামিল দান করেন।
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানায়, মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও তার দুই কন্যা, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারসহ পরিবারের সদস্যরা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রেস উইং আরও জানায়, মরহুমার জানাজার সময়সূচি পরে জানানো হবে। এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার সকাল ৮টায় এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বিএনপি। বিএনপি মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালের চিকিৎসক ও নার্সদের অনেককে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য মানুষ শোক ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেন।
দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তা সম্ভব হয়নি।
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণের পর তার নেতৃত্বে দলটি দেশের রাজনীতিতে একটি প্রধান শক্তিতে পরিণত হয়।
খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
-
ডেস্ক রিপোর্টঃ - আপডেট সময় ০৯:১৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- ৫৫৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ
























