আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার। দাখিল করা হলফনামা অনুযায়ী, তিনি তার স্থাবর ও অস্থাবর কোনো সম্পদের পরিমাণ উল্লেখ করেননি।
হলফনামায় দেখা যায়, সারোয়ার তুষারের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। পেশায় তিনি নিজেকে লেখক হিসেবে উল্লেখ করেছেন। লেখালেখি থেকে তার বার্ষিক আয় ৩ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া তার কাছে নগদ অর্থ রয়েছে ৩ লাখ টাকা। আয়কর রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলার তথ্যও হলফনামায় উল্লেখ নেই।
এদিকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসাইন সারোয়ার তুষারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
উল্লেখ্য, নরসিংদী-২ (পলাশ) আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সারোয়ার তুষারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা ও আগ্রহ।




















