ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে জেল থেকেই দেশবাসীকে সতর্কবার্তা দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি হুঁশিয়ার করে বলেছেন, ভারত প্রতিশোধ নিতে পারে, তাই পাকিস্তানকে সর্বদা সতর্ক থাকতে হবে। সেইসঙ্গে ইমরান দেশের জনগণকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কোনোভাবেই আস্থা না রাখার আহ্বান জানিয়েছেন।
ইমরানের এই বার্তা তাঁর বোন আলিমা খানের মাধ্যমে প্রকাশ্যে আসে, যিনি সম্প্রতি কারাগারে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে এই সতর্কবার্তা ইমরানের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলেও প্রকাশ করা হয়। যদিও কারাবন্দি অবস্থায় থেকে ইমরান নিজে সরাসরি এক্স অ্যাকাউন্টটি পরিচালনা করেন না।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন আলিমা খানকে উদ্ধৃত করে জানায়, ইমরান বলেছেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া অত্যন্ত জরুরি। পাকিস্তানের উচিত এখনই সতর্ক হওয়া, কারণ মোদী নিঃসন্দেহে প্রতিশোধ নেবেন।”
এক্স হ্যান্ডলে প্রকাশিত বার্তায় ইমরান পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেন, “এই দেশ আমার, সেনাবাহিনীও আমার—এই কথা আমি সবসময় বলে এসেছি। আমাদের সেনা বাহিনী আকাশপথে এবং স্থলপথে মোদীকে পরাস্ত করেছে।”
ইমরানের অভিযোগ, ভারতের আক্রমণের লক্ষ্য ছিল পাকিস্তানের সাধারণ মানুষ। এই হামলাকে তিনি ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়ে বলেন, “ভারতের কাপুরুষোচিত হামলায় যেসব নিরীহ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদের পাশে আছি। পাকিস্তান বায়ুসেনা চমৎকার কাজ করেছে।”