ঢাকা ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

“শাহবাগের প্রত্যেকটা খুনির বিচার নিশ্চিত করতে হবে”—আশরাফ মাহদীর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক, আলেম ও শিক্ষক আশরাফ মাহদী আযহারী বলেছেন, “লাকি আক্তারসহ ফ্যাসিস্ট হাসিনার শাহবাগের প্রত্যেকটা খুনির বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে।”

বৃহস্পতিবার (১৫ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আশরাফ মাহদী তার পোস্টে দাবি করেন, “খুনি হাসিনার শাপলা গণহত্যা পরিকল্পনার বাস্তবায়নকারী হিসেবে ভূমিকা রেখেছিল গণজাগরণ মঞ্চের সদস্যরা। হেফাজতের বিরুদ্ধে চালানো হত্যাকাণ্ডের পেছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে তারা।”

তিনি আরও লেখেন, “শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র লাকি আক্তার সামাজিক মাধ্যমে নানা বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে যাচ্ছে। আমাদের খেয়াল রাখতে হবে শাপলার খুনিরা যেন কোনোভাবেই আর সুযোগ না পায়।”

ফেসবুক পোস্টে এনসিপি নেতা দাবি করেন, শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনায় যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণই এখন সময়ের দাবি।

উল্লেখ্য, আশরাফ মাহদী তার দল এনসিপির পক্ষে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন, বিশেষত হেফাজতে ইসলামের ইস্যুতে।

জনপ্রিয় সংবাদ

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

“শাহবাগের প্রত্যেকটা খুনির বিচার নিশ্চিত করতে হবে”—আশরাফ মাহদীর

আপডেট সময় ১১:০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক, আলেম ও শিক্ষক আশরাফ মাহদী আযহারী বলেছেন, “লাকি আক্তারসহ ফ্যাসিস্ট হাসিনার শাহবাগের প্রত্যেকটা খুনির বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে।”

বৃহস্পতিবার (১৫ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আশরাফ মাহদী তার পোস্টে দাবি করেন, “খুনি হাসিনার শাপলা গণহত্যা পরিকল্পনার বাস্তবায়নকারী হিসেবে ভূমিকা রেখেছিল গণজাগরণ মঞ্চের সদস্যরা। হেফাজতের বিরুদ্ধে চালানো হত্যাকাণ্ডের পেছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে তারা।”

তিনি আরও লেখেন, “শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র লাকি আক্তার সামাজিক মাধ্যমে নানা বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে যাচ্ছে। আমাদের খেয়াল রাখতে হবে শাপলার খুনিরা যেন কোনোভাবেই আর সুযোগ না পায়।”

ফেসবুক পোস্টে এনসিপি নেতা দাবি করেন, শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনায় যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণই এখন সময়ের দাবি।

উল্লেখ্য, আশরাফ মাহদী তার দল এনসিপির পক্ষে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন, বিশেষত হেফাজতে ইসলামের ইস্যুতে।