নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম ৫ আগস্টের পর থেকে টানা তিন মাস আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার (১৫ মে) তার ভাই এবারত হোসেন নিশ্চিত করেছেন, এই সময় মমতাজ সিংগাইরের চরদুর্গাপুরে তাদের বাড়িতে ছিলেন এবং বাইরে একদিনও যাননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটি ছিল সিসি ক্যামেরায় নিরাপত্তা নিয়ন্ত্রিত এবং বাইরের কেউ যাতে জানতে না পারে, সে ব্যবস্থা নেয়া হয়েছিল। এ সময় তিনি কোনো মোবাইল যোগাযোগ রাখেননি।
মমতাজের তৃতীয় স্বামী ডা. এসএম মঈন হাসান জানিয়েছেন, তিনি কিছু সময় দ্বিতীয় স্বামীর মেয়ের বাসায় এবং পরে বান্ধবী নিপার নামে ভাড়া করা ধানমন্ডির বাসায় অবস্থান করছিলেন।
ডিএমপি পুলিশের একটি দল সম্প্রতি তাকে গ্রেফতার করে এবং বর্তমানে তিনি চারদিনের রিমান্ডে রয়েছেন। তার আত্মগোপনে থাকার বিষয়ে সিংগাইর থানার ওসি জানান, বিষয়টি তার জানা নেই।
এছাড়া, মমতাজের মহাখালী ডিওএইচএসের নিজস্ব বাড়িটি বর্তমানে তার পিএস জুয়েলের দখলে রয়েছে বলেও দাবি করেন তার প্রাক্তন স্বামী ডা. মঈন।
 
																			 
										 ডেস্ক রিপোর্টঃ
																ডেস্ক রিপোর্টঃ								 
























