ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করায় শাহবাগ থানার পুলিশ টিমকে এক লাখ টাকা পুরস্কার দিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার রাজারবাগে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার।
গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন সাম্য। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর রাজাবাজারসহ বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।