Home জাতীয় সংবাদ সেনাপ্রধানের ইমামতিতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতিসহ অতিথিরা

সেনাপ্রধানের ইমামতিতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতিসহ অতিথিরা

এবার রাজধানীর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ঘটনার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে।

গতকাল বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের পর মাগরিবের নামাজে ইমামতি করেন সেনাপ্রধান। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ইমামের পেছনে চেয়ারে বসে নামাজ আদায় করতে দেখা যায়।

প্রসঙ্গত, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও অংশ নেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version