Home জাতীয় সংবাদ ভারত-পাকিস্তান না, আমি বাংলাদেশের দালাল: আসিফ নজরুল

ভারত-পাকিস্তান না, আমি বাংলাদেশের দালাল: আসিফ নজরুল

ভারত বা পাকিস্তান কোনটাই না, আমি বাংলাদেশের দালাল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বেসরকারি গণমাধ্যমের একটি টকশোতে তিনি এ কথা বলেন। উপস্থাপকের প্রশ্ন ছিল, আপনি কতটা ভারতপন্থী ও কতটা ভারত বিদ্বেষী?

এর জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সবচেয়ে মজার বিষয় আমাকে পাকিস্তান প্রেমী, পাকিস্তানের এজেন্ট এসব বলে আমার রুমে আগুন দেয়া হয়েছে, আমার রুমে তালা দেওয়া হয়েছে, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অনেকবারই বিভিন্নজনে টকশোতে বলেছে এইসব কথা।

এখন দেখি রাতারাতি আমি হয়ে গেলাম ভারতের দালাল। আমার কাছে খুবই মজা লাগে, সোসাইটিতে ফানি হয়ে গেছে কিছু মানুষ। ১৫ বছর ধরে পাকিস্তানপন্থী অভিহিত একটা লোক হাসিনা পতনের পর ১৫ দিনের ভিতর ভারতের দালাল হয়ে গেছে।

একটা ছোট ঘটনা বলি; যেদিন জামিল আহমেদকে শিল্পকলার মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন, সেদিন ২৪ ঘণ্টা প্রচারণা চললো আমি ভারতের দালাল। এরপর তাজুল ইসলাম যখন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর হলো সেদিন ২৪ ঘণ্টা প্রচারণা চললো আমি পাকিস্তানের দালাল। আমি পরিষ্কার করে বলি; আমি বাংলাদেশের দালাল। বাংলাদেশের স্বার্থের ঊর্ধ্বে পৃথিবীর কোন দেশ আমার কাছে কখনোই স্থান পায় নাই।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version