Home জাতীয় সংবাদ ধর্মীয় বিধান মানতেই মূল ইমামের পেছনে দাঁড়িয়েছিলেন উপদেষ্টা আসিফ

ধর্মীয় বিধান মানতেই মূল ইমামের পেছনে দাঁড়িয়েছিলেন উপদেষ্টা আসিফ

0

ঈদ জামাতে ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ। প্রচারিত ছবি বা ভিডিওতে ওই কাতারে আর কাউকে দেখা না যাওয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরোনো বাণিজ্যমেলার মাঠে সোমবার ঈদুল ফিতরের নামাজের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং এক দিক থেকে করা ভিডিও নিয়ে দিনভর আলোচনা ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রচারিত ছবি বা ভিডিওতে দেখা গেছে, ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ। প্রচারিত ছবি বা ভিডিওতে ওই কাতারে আর কাউকে দেখা না যাওয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা।

অনেকের প্রশ্ন, এটা ইসলামের তথা নামাজের নিয়মের ব্যত্যয় ঘটায় কি না। কেউ কেউ বলছেন, আগের কাতার পূরণ করেই পরের কাতারে দাঁড়ানোর নিয়ম। ঈদের এই জামাতে আজ ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সাথে ছিলেন মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

তবে শেষ পর্যন্ত জানা গেছে, ওই কাতারে আসিফ মাহমুদ একা ছিলেন না। ওই কাতারে ছিলেন ঈদ জামাতের একজন বিকল্প ইমামও। আর ধর্মীয় বিধান মানতেই মূল ইমামের পেছনে একপাশে বিকল্প ইমাম এবং অন্য পাশে আসিফ ইসলাম দাঁড়িয়েছিলেন।

রিউমার স্ক্যানার এ-সংক্রান্ত একটি লাইভ ভিডিও খুঁজে বের করে। সেটি বিশ্লেষণ করে দেখতে পায়, আসিফ শুরুতে অন্য মুসল্লিদের সাথে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান।

মাইকে প্রথম কাতার থেকে যেকোনো একজনকে ইমামের বাঁ পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কয়েকজনের পরামর্শে আসিফ সামনে এসে দাঁড়ান। অর্থাৎ ভিডিও দেখে এটা নিশ্চিত যে আসিফ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়াননি। ইমামের আহ্বানে এবং পরবর্তীতে অন্যদের পরামর্শে এসে দাঁড়ান।

এমনটি কেন করা হলো, সে বিষয়ে জানতে রিউমার স্ক্যানার কথা বলেছে বিকল্প ইমাম (যিনি উপদেষ্টা আসিফের সাথে একই কাতারে দাঁড়িয়েছিলেন) মুফতি জুবাইর আহমদ আল-আজহারির সাথে। তিনি জানান, ‘ইমাম সাহেবের সাথে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন। এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থাকে। পেছনে জায়গা হচ্ছিল না বিধায় সামনে আরেকজন আসতে হয়। তখন প্রশাসক মহোদয় মাননীয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করেন। উনি সামনে আসেন।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version