Home জাতীয় সংবাদ এবার মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’সহ চোখ তুলে নেওয়ার হুমকি

এবার মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’সহ চোখ তুলে নেওয়ার হুমকি

এবার নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ লেখা ভেসে ওঠাসহ চোখ তুলে নেওয়ার হুমকির  ঘটনা ঘটেছে।  বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইনবোর্ডে জয় বাংলা স্লোগানের পাশাপাশি ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে’ লেখা প্রদর্শিত হয়। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলে।

স্থানীয়দের দাবি, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে এই বার্তাগুলো সাইনবোর্ডে প্রদর্শিত হলো, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মসজিদ কমিটির সভাপতি বজলুর রহমান  বলেন, এই ঘটনা শোনার পর সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না।

এদিকে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক সাংবাদিকদের বলেন, ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version