Home Uncategorized ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, পাঁচ নম্বরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, পাঁচ নম্বরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা

0

গত মাসে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। তারপরও অবশ্য ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে হ্যাভিয়ের কাবরেরার দল।

এদিকে ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের ১৮৫ নম্বর থেকে ১৮৩ তম অবস্থানে উঠে এসেছে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীরা।  

এদিকে যথারীতি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রেখেছে আর্জেন্টিনাই। মার্চের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে দুই ম্যাচে জয়ে ১৮৮৬.১৬ পয়েন্ট বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।

আরেক লাতিন পরাশক্তি ব্রাজিল এই উইন্ডোতে একটি করে জয় ও হারে ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়েও র‍্যাঙ্কিংয়ে তারা আছে আগের পাঁচ নম্বর অবস্থানেই। 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version