Home খেলাধুলা লাহোরকে শিরোপা জেতানোর আশা রিশাদের

লাহোরকে শিরোপা জেতানোর আশা রিশাদের

এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। লিটন-নাহিদদের সঙ্গে পিএসএলে দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ইতিমধ্যেই বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেছেন রিশাদ।

মিরপুরে গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদ বলেছেন, বিসিবির কাছ থেকে ছাড়পত্র পাওয়ায় খুশি তিনি। জানিয়েছেন পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন হয়েই ফিরতে চান বাংলাদেশের এই স্পিনার। বলেছেন, ‘যাচ্ছি, ভালো করার চেষ্টা করব। টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করব।’

বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের সর্বশেষ আসরে রিশাদ খেলেছেন ফরচুন বরিশালে। বরিশালের শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এই স্পিনার। এর আগে কানাডার গ্লোবাল সুপার লিগ ও বিগ ব্যাশে সুযোগ পেয়েও খেলা হয়নি রিশাদের। তাই পিএসএলে খেলার সুযোগ পেয়ে পুরোপুরি কাজে লাগাতে চান তিনি।

‘এটা আমার জন্য সুযোগ। আমার ভবিষ্যতের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। চেষ্টা করব এখান থেকে যতটুকু পারা যায় নেওয়ার।’ এবার পিএসএল খেলতে রিশাদের সঙ্গে ছাড়পত্র পেয়েছেন লিটন দাস ও নাহিদ রানাও। লিটন খেলবেন করাচি কিংসের হয়ে ও নাহিদ পেশোয়ার জালমিতে।

পিএসএলে রিশাদের দল লাহোর কালান্দার্সের প্রথম ম্যাচ টুর্নামেন্ট শুরুর দিনেই, ১১ এপ্রিল, প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। পরের দিন মাঠে নামবে লিটনের করাচি কিংস, একই দিনে ম্যাচ আছে নাহিদের পেশোয়ার জালমিরও।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version