Home জাতীয় সংবাদ আমরা অন্তর্বর্তী সরকার পাশে দাঁড়ানোর অঙ্গিকার করেছি: পার্থ

আমরা অন্তর্বর্তী সরকার পাশে দাঁড়ানোর অঙ্গিকার করেছি: পার্থ

এবার বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, অন্তর্বর্তী সরকার বিপ্লবের সরকার, গণঅভ্যুত্থানের সরকার। জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না, তবে জনগণের সরকার। তিনি বলেন, আমরা সবাই এই সরকার যাতে ফেল না করে তাই সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গিকার করেছি।

আমরা প্রথম থেকেই বলে আসছি সংস্কার প্রয়োজন, তবে বড় সংস্কারগুলো জনগণের প্রতিনিধি যারা তাদের মাধ্যমে করা। আমরা সেভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আছি, সাহায্য করে যাচ্ছি। শনিবার (৫ এপ্রিল) বিকেলে ভোলা জেলা শহরের উকিল পাড়ায় অবস্থিত শান্ত নীড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, ইউনূস সাহেব বারবারই বলেছেন আমরা শুনছি, নির্বাচন ডিসেম্বর হবে, কিংবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে যদি বড় বড় রাজনৈতিক দলদের সঙ্গে একমত হয়। আমি এটা বিশ্বাস করতে চাই, নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যেই হবে এবং প্রয়োজনীয় সংস্কার যেগুলো হবে না ভবিষ্যতে জনগণের সরকার যে হবেন তারাই করবেন।

বিজেপি প্রসঙ্গে পার্থ আমরা দল ঘোচাচ্ছি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, আমরা প্রাসঙ্গিক রাজনীতিতে। ঈদের পর এখন আমাদের কাজ আরম্ভ হবে। ঢাকাতে যে আসন বা অন্যান্য যে আসন আমরা হয়ত জুন মাস থেকে আসনভিক্তিক আলাপ আলোচনায় যাব।

৩০০ আসনে এককভাবে বিজেপি নির্বাচন করবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও চূড়ান্ত না। সংস্কার নির্বাচনকে কোনোভাবে ইফেক্ট করে কি না, এ ব্যাপারগুলো এখনও আমাদের কাছে পরিষ্কার না। এ সরকার কোন কোন সংস্কারগুলো করবেন সে সংস্কারের ওপর অনেকটাই নির্ভর করে আগামীতে কী ধরনের নির্বাচন হবে, প্রার্থী কারা হতে পারবে বা কী আলাপ হবে বা কী ধরনের ঐক্য হতে পারে। আমার মনে হয় আরেকটু সময় লাগবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version