Home সারাদেশ গাজায় গণহত্যা: বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল রাজধানীসহ সারাদেশ

গাজায় গণহত্যা: বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল রাজধানীসহ সারাদেশ

এবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারদেশে পালিত হচ্ছে ‘নো-ওয়ার্ক নো-স্কুল’ কর্মসূচি। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাদের সাথে সংহতি জানান ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল। এ ছাড়াও বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালের রাজু ভাস্কর্যের সামনে থেকে মার্চ ফর প্যালেস্টাইনের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। স্লোগান আর বিভিন্ন প্ল্যাকার্ডে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানায় তারা। গাজায় হামলা নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর নিশ্চুপ অবস্থানের সমালোচনা করেন তারা। বিক্ষোভ চলে ফার্মগেট এলাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সামনে। উত্তরা বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেবে রাজউক উত্তরা মডেল কলেজসহ উত্তরা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

মিরপুর ১০ নম্বরে বিক্ষোভের ডাক দেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। সকাল সাড়ে ১১টায় যাত্রাবাড়ি চৌরাস্তায় শহীদি ঐক্য চত্বরে বিক্ষোভ করবে জুলাই বিপ্লব পরিষদ। এ ছাড়াও রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করছেন সর্বস্তরের ছাত্র জনতা। এ সময় তাদের ইসরায়েল বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়।

ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা গাজায় মুসলিমদের ওপর হওয়া গণহত্যার বিচারের দাবি জানান। কর্মসূচিতে যোগ দেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও। ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

এছাড়া, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে গণজমায়েত হচ্ছে রংপুরে। জেলা স্কুল মোড়ে এ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঝিনাইদহেও অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ। সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।  ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছেন করেছেন সর্বস্তরের মানুষ। সকাল সাড়ে ১১টার দিকে মিছিলটি টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, ডিস্ট্রিক্ট গেট, বটতলা মোড় এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করে মানববন্ধন করেছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীরা।  এ সময় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতার। সকাল ১১ টার দিকে শহরের টাউন হল মোড়ে  জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷ পরে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ময়মনসিংহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন এলাকার কৃষ্ণচূড়া চত্ত্বরে গিয়ে শেষ হয়৷ নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচিকে ঘিরে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ। সকাল সাড়ে ১১টায় শহরের আসিফ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিউ মার্কেট চত্বরে এসে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এতে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এছাড়া, রাজশাহী, নাটোর , লক্ষ্মীপুরসহ কয়েক জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে সর্বস্তরের মানুষ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version