Home বিনোদন দাগি সিনেমার বিশেষ শোতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানালেন নিশোরা

দাগি সিনেমার বিশেষ শোতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানালেন নিশোরা

এবার ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদ জানিয়েছে দেশের শিল্পী সমাজের একাংশ। সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর একটি আধুনিক প্রেক্ষাগৃহে ছিল শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনী। এই আয়োজনে উপস্থিত অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক ও সাংবাদিকরা এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মৌন প্রতিবাদে অংশ নেন। 

এদিকে ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদে ৭ এপ্রিল সারা বিশ্বে ডাকা হয় ‘গ্লোবাল স্ট্রাইক’। এতে সমর্থন জানান এ দেশের সাধারণ মানুষ। পূর্ব পরিকল্পিত হওয়ায় একইদিনে অনুষ্ঠিত হয় দাগি সিনেমার বিশেষ প্রদর্শনী। তবে শিল্পী ও সাংবাদিক সমাজের একাংশ সেই প্রতিবাদকে সমর্থন করতে ভোলেননি। আয়োজনেই গণহত্যার প্রতিবাদ জানিয়ে অংশ নিয়েছেন বিশেষ প্রদর্শনীতে।

এই আয়োজনে উপস্থিত ছিলেন দাগি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল।  অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, আফরান নিশো, তমা মির্জা, সুমন আনোয়ার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, সোহেল মন্ডল,  নির্মাতা শরাফ আহমেদ জীবন, রায়হান রাফী, জাহিদ প্রীতমসহ অনেকে। সংগীতশিল্পী সাজিদ সরকার, মাশা ইসলামও সামিল ছিলেন প্রতিবাদে।

নীরবতা পালন শেষে আমন্ত্রিত অতিথিদের সামনে কথা বলেন দাগি সিনেমার সংশ্লিষ্টরা এবং এর পরেই শুরু হয় বিশেষ প্রদর্শনী। সিনেমা দেখে রায়হান রাফী জানান, দাগি পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। শরাফ আহমেদ জীবন বলেন, ‘দাগি হৃদয়ে দাগ কেটে গেছে। সিনেমার ঢং অনুযায়ী এখানে আফরান নিশো সবচেয়ে মানানসই। এই চরিত্রে অন্য কেউ হলে হতো না।’ সংগীতশিল্পী মাশা ইসলাম উচ্ছ্বাস নিয়ে জানান, গল্পের সঙ্গে গানগুলো সুন্দরভাবে মিলে গেছে। তিনি বলেন, ‘সবার সঙ্গে বড় পর্দায় নিজের গাওয়া গান শুনতে ও দেখতে ভালো তো লাগেই। তবে সবচেয়ে ভালো লেগেছে গানের ব্যবহার। গল্পের সঙ্গে একদম মিলে গেছে।’

বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি ও নির্মাতা মেহেদী হাসান হৃদয় উপস্থিত ছিলেন দাগির বিশেষ প্রদর্শনীতে। তারা এর ভূয়সী প্রশংসা করেন। নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ‘খুবই সুন্দর গল্প এবং নির্মাণের সিনেমা দাগি। শিহাব শাহীন ভাই এবং আফরান নিশো ভাইকে নিয়ে আমার কিছু বলার নাই। আমি সিনেমাটা খুব উপভোগ করেছি।’ 

প্রযোজক শাহরিন আক্তার সুমিও সিনেমাটি দেখে তাঁর মুগ্ধতার কথা জানান। বলেন, ‘চমৎকার নির্মাণের সিনেমা দাগি।’  বিশেষ প্রদর্শনীসহ চতুর্থবারের মতো দাগি দেখলেন নির্মাতা জাহিদ প্রীতম আর দ্বিতীয়বারের মতো দেখলেন নৃত্যশিল্পী হৃদি শেখ। দুজনেই এই সিনেমা এবং সিনেমার মূল চরিত্র আফরান নিশোর প্রশংসা করেন। হৃদি শেখ জানান, সিনেমাটি দেখে মনে হয়েছে তাঁর মায়েরও দেখা উচিৎ দাগি। 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version