Home খেলাধুলা আবারও কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

আবারও কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

ছয় সপ্তাহের ইনজুরি কাটিয়ে গত রোববার মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু তা দীর্ঘস্থায়ী হতে দেয়নি তার পুরোনো উরুর মাংসপেশির চোট। মাঠে ফেরার পাঁচ দিনের আবারও ইনজুরিতে পড়েছেন তিনি। যা মানতে পারেননি নেইমারও, তাই কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। অ্যাতলেটিকো মিনেইরোর বিপক্ষে শুরুর একাদশে ছিলেন নেইমার।  এদিন ২৭ মিনিটের মধ্যে দুই গোল দিয়েও বসে তার দল। এরপরেই বিপত্তি। প্রথমে বেঞ্চের দিকে তাকিয়ে বদলির ইঙ্গিত দেওয়া। এরপর মাটিতে বসে যাওয়া। নেইমার শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন কার্টে চেপে। 

নিজের পায়ে হেঁটেও যাওয়া সম্ভব হয়নি তার। পিচ থেকে উঠে যাওয়ার সময় সান্তোস ও প্রতিপক্ষ আতলেতিকো-মিনেইরোর খেলোয়াড়রা সান্ত্বনা দেন। ৫ দিনের ব্যবধানে পুরাতন ইনজুরি ফিরে আসার ধাক্কাটা হয়ত মেনে নিতে পারেননি নেইমার নিজেও।  যে কারণে কার্টে করে উঠে যাওয়ার সময় দেখা গেল কান্নায় ভেঙে পড়া নেইমারকে। ৩৩ বছর বয়েসী এই তারকা এবার কতদিনের জন্য মাঠ ছেড়ে গিয়েছেন, সেটা অবশ্য এখন পর্যন্ত জানা যায়নি।  

এর আগে ক্যাম্পেওনাতো পাওলিস্তা ম্যাচে চোট পেয়ে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। এই বাঁ উরুর চোটের কারণেই গত মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। দীর্ঘ অপেক্ষার পর গত রোববার ফ্লুমিনেন্সের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। ২০১৬-১৭ মৌসুমের পর থেকে আর কখনোই এক মৌসুমে ৩৫ ম্যাচ খেলতে পারেননি তিনি। জাতীয় দলের বাইরে আছেন ২০২৩ সালের অক্টোবর মাস থেকে। তাই নেইমারের জন্য আবেগী হয়ে পড়া হয়ত একেবারেই অস্বাভাবিক নয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version