Home রাজনীতি হাসিনাকে যেহেতু তাড়াতে পেরেছি, নতুন ফ্যাসিবাদ এলে তাড়ানো ওয়ান-টুর ব্যাপার: দুদু

হাসিনাকে যেহেতু তাড়াতে পেরেছি, নতুন ফ্যাসিবাদ এলে তাড়ানো ওয়ান-টুর ব্যাপার: দুদু

6

এবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘হাসিনাকে যখন তাড়াতে পেরেছি, অন্য ফ্যাসিবাদের উদ্ভব ঘটলে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান-টুর ব্যাপার।’ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘অনতিবিলম্বে ঘোষণা করেন কোন মাসে, কোন সালে নির্বাচন হবে। আপনারা একবার ডিসেম্বর, একবার জুন বলছেন, এই ফাইজলামি বাদ দেন। এগুলোর জন্য আমরা তৈরি না।’

এছাড়া, অন্তর্বর্তী সরকারের কাজকর্মে দেশবাসী খুবই উদ্বিগ্ন বলে জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘সরকার কী চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্যে, যাতে বিএনপি নির্বাচন, মানুষের সমর্থন আদায় ও ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেজন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here