বিএনপিকে একসময় সাধারণ মানুষের দল মনে করলেও বর্তমানে তা প্রাইভেট ক্লাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি বলেছেন, দলটির মিডিয়া সেলের পারফরমেন্স হিমাঙ্কের নিচে অবস্থান করছে, যা ভবিষ্যতেও দলের জন্য কাল হয়ে দাঁড়াবে।
রোববার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে আসিফ বলেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কেন্দ্র থেকে শুরু করে সাংগঠনিক জেলা পর্যায় পর্যন্ত চাঁদাবাজদের চেনেন না—এমন নেতা নেই। এসব ব্যক্তিদের সঙ্গে নেতাদের ছবিও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি মনে করেন, শুদ্ধি অভিযান সেখান থেকেই শুরু হওয়া উচিত।
আসিফের দাবি, অতীতে কেন্দ্রীয় মনোনয়ন ও পদ বাণিজ্যের সুযোগে বিএনপিতে ঢুকে পড়েছে ধনাঢ্য ব্যবসায়ী শ্রেণি। এদের মাসলম্যানরাই মূলত দলীয় পদধারী চাঁদাবাজ। তার ভাষ্য মতে, বিএনপির নেতৃত্ব বারবার একই ধরনের মানুষের হাতেই চলে যাচ্ছে, যেমনটি পুলিশ বাহিনীতে দেখা গেছে নির্দিষ্ট কিছু কর্মকর্তার আধিপত্যে।
তিনি বলেন, সাংগঠনিক যোগ্যতা ছাড়াই এমপি-মন্ত্রীদের সন্তানরা দলীয় পদ পাচ্ছে। এতে করে তৃণমূল থেকে প্রকৃত নেতৃত্ব আসার সুযোগ হারাচ্ছে বিএনপি। তিনি বিএনপিকে এই সামন্তবাদী ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
পোস্টের শেষভাগে আসিফ বলেন, পতিত ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে চলা ব্যবসায়ীরা এখন বিএনপির পলাতক নেতাদের হিসাবরক্ষক। তার ভাষায়, “চোরের মাসতুতো ভাই এখন বিএনপির ব্যবসায়ী নেতাদের বড় অংশ”—এবং তারাই আজ দলে প্রভাবশালী।
তিনি তাঁর ভালবাসার বিএনপি ফিরে আসুক—এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেন, “শহীদ জিয়া অমর হউন, বাংলাদেশ জিন্দাবাদ। ভালবাসা অবিরাম।”