আগামী ২৬ ফেব্রুয়ারিতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এতে কোনো ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডনে বৈঠক হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (১৪ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ কর্মসূচি আয়োজন করা হয় তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণা এবং মিটফোর্ডসহ দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি চক্র ও কয়েকটি রাজনৈতিক দল মিটফোর্ডের ঘটনাকে পুঁজি করে ষড়যন্ত্র করছে। তিনি দাবি করেন, ইতিহাসে বারবার দেখা গেছে—যখনই জনগণ মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, তখনই এই চক্রগুলো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে গণতন্ত্রের কবর রচনা করতে চেয়েছে।
তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল ভাষা ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার নিন্দা জানিয়ে তিনি বলেন, “তারা ভেবেছিল এসব বললে বিএনপি হয়তো ভেঙে পড়বে। কিন্তু বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো—সব আঘাত প্রতিহত করে বারবার উঠে দাঁড়িয়েছে।”
তারেক রহমানের নেতৃত্বে দেশে বেকার সমস্যার সমাধান ও অর্থনীতির উন্নয়নে পরিকল্পনা নেওয়া হচ্ছে উল্লেখ করে ফখরুল বলেন, “যখনই তারেক রহমান বিজ্ঞজনদের সঙ্গে পরিকল্পনায় ব্যস্ত, তখনই ষড়যন্ত্রকারীরা আঘাত হানছে।”
তিনি এই ষড়যন্ত্রকে ‘ভয়াবহ’ উল্লেখ করে বলেন, “তাদের লক্ষ্য অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশকে আবার ফ্যাসিবাদী শাসনের দিকে ঠেলে দেওয়া।” তিনি জনগণকে সতর্ক করে দিয়ে বলেন, “ছাত্র-জনতা ফ্যাসিস্ট বিতাড়িত করেছে ফিরিয়ে আনার জন্য নয়। আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ—কোনোদিন আর যেন ফ্যাসিস্ট শক্তি দেশে ফিরে না আসে।”
বিএনপি মহাসচিব নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়ে বলেন, “তারা আমাদের উত্তেজিত করে ফাঁদে ফেলার চেষ্টা করছে। আমরা কোনো উত্তেজনায় পা দেব না। শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের পথে এগিয়ে যাব।”
তিনি জানান, তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন বিষয়ে নিশ্চিত হয়েছেন বলেই আজকে চক্রান্তকারীরা হতাশায় ভুগছে। সব ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে বিএনপি তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জনে অটল থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।