ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর ও থানা প্রাঙ্গণ ঘুরে আবার গোলচত্বরে এসে শেষ হয়।

এর আগে বিকেল ৩টার দিকে মুরাদনগর বাজার গোলচত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে পদত্যাগের দাবিতে শ্লোগান দেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন মাস্টার এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত। তিনি মব তৈরি করে আকুবপুরে ট্রিপল মার্ডার ঘটনার ইন্ধন দিয়েছেন এবং এক স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বর্তমানে ওই নারী ভয়ে বাড়ি ফিরতে পারছেন না। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের পুকুর দখলসহ নানা অনিয়মের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

তাদের দাবি, আসিফ মাহমুদ এসব অপকর্মের প্রশ্রয় দিচ্ছেন, যার ফলে তার বাবা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন। তারা অভিযোগ করেন, তিনি ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছেন। এ ছাড়া ট্রিপল মার্ডারের মূল হোতা শিমুল বিল্লালও তার আশ্রয়ে থাকায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করছে না।

সমাবেশ থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা হিন্দু পরিষদের দুলাল দেবনাথ, মুরাদনগর ছাত্র বৈষম্যের বিপ্লবী কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম নাহিদ, সদস্য এনামুল হক, ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, শরীফুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন।

জনপ্রিয় সংবাদ

“আওয়ামী লীগকে ভারতের দালাল বলি না, ভারতেরই সরকার বলি”—নড়াইলে চরমোনাই পীর

মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

আপডেট সময় ০৮:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর ও থানা প্রাঙ্গণ ঘুরে আবার গোলচত্বরে এসে শেষ হয়।

এর আগে বিকেল ৩টার দিকে মুরাদনগর বাজার গোলচত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে পদত্যাগের দাবিতে শ্লোগান দেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন মাস্টার এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত। তিনি মব তৈরি করে আকুবপুরে ট্রিপল মার্ডার ঘটনার ইন্ধন দিয়েছেন এবং এক স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বর্তমানে ওই নারী ভয়ে বাড়ি ফিরতে পারছেন না। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের পুকুর দখলসহ নানা অনিয়মের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

তাদের দাবি, আসিফ মাহমুদ এসব অপকর্মের প্রশ্রয় দিচ্ছেন, যার ফলে তার বাবা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন। তারা অভিযোগ করেন, তিনি ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছেন। এ ছাড়া ট্রিপল মার্ডারের মূল হোতা শিমুল বিল্লালও তার আশ্রয়ে থাকায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করছে না।

সমাবেশ থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা হিন্দু পরিষদের দুলাল দেবনাথ, মুরাদনগর ছাত্র বৈষম্যের বিপ্লবী কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম নাহিদ, সদস্য এনামুল হক, ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, শরীফুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন।