মাগুরার আলোচিত আছিয়া হত্যাকাণ্ডের পর তার দরিদ্র পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে দুটি বাছুর ও একটি গোয়ালঘর উপহার দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এ উপহার হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এমবি বাকের, সাবেক আমির মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে আছিয়ার পরিবারের পাশে দাঁড়াতে জামায়াত আমির সরাসরি তাদের বাড়িতে গিয়ে একটি গোয়ালঘর ও দুটি গরু উপহার দেওয়ার ঘোষণা দেন। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলো।