দেশে ফ্যাসিবাদী দমন-পীড়নের সময় পার হলেও এখন নতুন করে “এনজিওবাদ”-এর খপ্পরে পড়েছে জাতি—এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন।
রাশেদ খান বলেন, “আমরা আগেও দমন-পীড়নের মধ্যে ছিলাম। এখনো আছি, তবে রূপ পাল্টেছে। এখন এনজিওবাদ আমাদের রাজনীতিকে প্রভাবিত করছে।” তিনি দাবি করেন, রাজনীতির স্বাভাবিক গতিধারা থেকে বিচ্যুতি ঘটিয়ে কিছু ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের প্রভাব খাটাতে চাইছে।
রাজনৈতিক ঐক্যের ভাঙন প্রসঙ্গে রাশেদ খান সরাসরি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে দায়ী করেন। তিনি বলেন, “ড. ইউনূস রাজপথের আন্দোলনের অংশ ছিলেন না। অথচ আজ তিনিই ছাত্রদের দল গঠনের কথা বলেন। এ ধরনের ধারণা বিভাজনের জন্ম দিচ্ছে।”
রাশেদ খান আরও বলেন, “আমরা যারা কোটা সংস্কার আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছি, একতার গুরুত্ব আমরা ভালো করেই বুঝি। কিন্তু এখন দেখা যাচ্ছে, শহীদ মিনারে একই দিনে একই ইস্যুতে প্রোগ্রাম হলেও কেউ কেউ আলাদা হচ্ছে। তারা মনে করে শুধু তারাই সঠিক, বাকিরা ভুল—এটাই ভাঙনের রাজনীতি।”