ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হিফজ প্রতিযোগিতায় প্রথম হয়ে ওমরাহ পালনে যাচ্ছেন ১২ বছরের জান্নাতুল নাঈম ফাহাদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ওমরাহ পালনে যাচ্ছেন জান্নাতুল নাঈম ফাহাদ (১২)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দারুল মা’আরিফ ইসলামীয়ার হিফজ বিভাগের শিক্ষার্থী।

আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) ওমরাহ যাত্রার আগে আজ সোমবার বিকেলে তার সম্মানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মাদরাসা ক্যাম্পাসে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. ইদ্রিস আলী, মাওলানা এমদাদুল হক শাকিল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এরফান উদ্দীন মাস্টার এবং উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আরিফ হোসেন ভূঁইয়া।

প্রিন্সিপাল মুফতি শরিফুল ইসলাম জানান, “গত বছর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আয়োজিত প্রতিযোগিতায় হাফেজ ফাহাদ প্রথম স্থান অধিকার করে। বিজয়ীর পুরস্কার হিসেবে ওমরাহ পালনের সুযোগ প্রদান করা হয়।”

ফাহাদের এই সাফল্যে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। ফাহাদের জন্য দোয়া চেয়ে অনুষ্ঠানে বক্তব্যে বলা হয়, তিনি যেন কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার কাজে আজীবন যুক্ত থাকেন।

জনপ্রিয় সংবাদ

‘জান্নাতের টিকিট বিক্রি করবেন না, জান্নাত এত সস্তা নয়’

হিফজ প্রতিযোগিতায় প্রথম হয়ে ওমরাহ পালনে যাচ্ছেন ১২ বছরের জান্নাতুল নাঈম ফাহাদ

আপডেট সময় ১১:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ওমরাহ পালনে যাচ্ছেন জান্নাতুল নাঈম ফাহাদ (১২)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দারুল মা’আরিফ ইসলামীয়ার হিফজ বিভাগের শিক্ষার্থী।

আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) ওমরাহ যাত্রার আগে আজ সোমবার বিকেলে তার সম্মানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মাদরাসা ক্যাম্পাসে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. ইদ্রিস আলী, মাওলানা এমদাদুল হক শাকিল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এরফান উদ্দীন মাস্টার এবং উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আরিফ হোসেন ভূঁইয়া।

প্রিন্সিপাল মুফতি শরিফুল ইসলাম জানান, “গত বছর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আয়োজিত প্রতিযোগিতায় হাফেজ ফাহাদ প্রথম স্থান অধিকার করে। বিজয়ীর পুরস্কার হিসেবে ওমরাহ পালনের সুযোগ প্রদান করা হয়।”

ফাহাদের এই সাফল্যে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। ফাহাদের জন্য দোয়া চেয়ে অনুষ্ঠানে বক্তব্যে বলা হয়, তিনি যেন কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার কাজে আজীবন যুক্ত থাকেন।