‘মব কালচার’-এর বিস্তার এবং নারীহীন নিরাপদ রাজনৈতিক পরিবেশের ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত এক বছরে দেশে যে ধরনের সহিংসতা, হেনস্তা ও সাম্প্রদায়িক আগ্রাসনের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত হতাশাজনক।
বাঁধন বলেন, “গত এক বছরে যে ‘মব কালচার’ গড়ে উঠেছে, তা ভীষণ উদ্বেগজনক। নারীদের সভা-সমাবেশে গালাগাল, হেনস্তা, ভাস্কর্য ও মাজার ভাঙচুর— এমনকি বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িতেও হামলা হয়েছে। যারা সেখানে গিয়েছেন, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু তাদের বিপদে পড়তে হয়েছে। অনেক শিল্পীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এমনকি গ্রেপ্তারও হয়েছে। এসব ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার নিয়ে নিজের হতাশার কথাও জানান তিনি। বাঁধনের ভাষায়, “আমার মনে হয়েছিল, ইউনূস অন্তত এমন কেউ হবেন না, যিনি ক্ষমতা বা টাকার লোভে ব্যর্থ হবেন। বরং তার সরকার ভালো কিছু করার চেষ্টা করবে—এমনটাই প্রত্যাশা করেছিলাম। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে আমি যেভাবে রাস্তায় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি এবং যেভাবে সবাই নিরাপদ বোধ করছিল, তা ছিল অনন্য। কোনো নারীকে হেনস্তার শিকার হতে হয়নি। কিন্তু এখন সেই পরিবেশ আর নেই।”