ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টিএসসিতে রাজাকারদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপমান করেছে ছাত্রশিবির: নাছির উদ্দীন নাছির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় স্বাধীনতাবিরোধী নেতা মুফতি নিজামী, মুজাহিদ ও গোলাম আযমের ছবি টাঙিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতাকে অপমান করেছে ইসলামী ছাত্রশিবির—এমন মন্তব্য করে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়েই প্রথম উত্তোলিত হয়েছিল বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা। অথচ সেই পবিত্র স্থানে ছাত্রশিবির আজ যুদ্ধাপরাধীদের ছবি টাঙিয়ে পুরো জাতির অনুভূতিতে আঘাত করেছে।”

তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির হচ্ছে একাত্তরের ঘৃণ্য আল-বদর বাহিনীর উত্তরসূরী। অতীতে তারা একজন আলবদর কমান্ডারকে ডাকসুর ভিপি হিসেবে প্রার্থী করেছিল। এমনকি তাদের প্রকাশনাগুলোতেও স্বাধীনতাবিরোধী অবস্থান ও মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর মন্তব্য প্রকাশ পেয়েছে।

নাছির অভিযোগ করেন, এই ঘটনার দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এড়ানোর সুযোগ নেই। ভাইস চ্যান্সেলর ও প্রক্টর বরাবরই ছাত্রশিবিরকে প্রশ্রয় দিয়ে আসছেন বলে তিনি দাবি করেন। তার ভাষায়, “প্রশাসনের প্রশ্রয়েই শিবির এত বড় জঘন্য কাজ করতে পেরেছে। এটি শুধু শিক্ষার্থীদেরই নয়, গোটা জাতির অপমান।”

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন কর্মসূচি পালন করতে চাইলে প্রক্টরের কাছ থেকে অনুমতি নিতে হয়। আজকের ঘটনার বাস্তবতা প্রমাণ করে, এই অনুমতি ও পৃষ্ঠপোষকতা প্রশাসন থেকেই এসেছে। অতএব, এই ঘটনায় প্রক্টরের দায় আছে এবং তাকে জবাবদিহি করতে হবে।

পোস্টের শেষে নাছির আরও উল্লেখ করেন, তোফাজ্জল ও সাম্য হত্যাকাণ্ড, শেখ হাসিনার গ্রাফিতি মোছার মতো নানা ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও নির্লজ্জ পৃষ্ঠপোষকতা স্পষ্ট হয়েছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ হতাশ, বিক্ষুব্ধ এবং ক্ষুব্ধ।

জনপ্রিয় সংবাদ

গণসংযোগে নিহত ১৫ মামলার আসামি সরওয়ার বিএনপির কেউ নন: আমীর খসরু

টিএসসিতে রাজাকারদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপমান করেছে ছাত্রশিবির: নাছির উদ্দীন নাছির

আপডেট সময় ১২:১৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় স্বাধীনতাবিরোধী নেতা মুফতি নিজামী, মুজাহিদ ও গোলাম আযমের ছবি টাঙিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতাকে অপমান করেছে ইসলামী ছাত্রশিবির—এমন মন্তব্য করে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়েই প্রথম উত্তোলিত হয়েছিল বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা। অথচ সেই পবিত্র স্থানে ছাত্রশিবির আজ যুদ্ধাপরাধীদের ছবি টাঙিয়ে পুরো জাতির অনুভূতিতে আঘাত করেছে।”

তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির হচ্ছে একাত্তরের ঘৃণ্য আল-বদর বাহিনীর উত্তরসূরী। অতীতে তারা একজন আলবদর কমান্ডারকে ডাকসুর ভিপি হিসেবে প্রার্থী করেছিল। এমনকি তাদের প্রকাশনাগুলোতেও স্বাধীনতাবিরোধী অবস্থান ও মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর মন্তব্য প্রকাশ পেয়েছে।

নাছির অভিযোগ করেন, এই ঘটনার দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এড়ানোর সুযোগ নেই। ভাইস চ্যান্সেলর ও প্রক্টর বরাবরই ছাত্রশিবিরকে প্রশ্রয় দিয়ে আসছেন বলে তিনি দাবি করেন। তার ভাষায়, “প্রশাসনের প্রশ্রয়েই শিবির এত বড় জঘন্য কাজ করতে পেরেছে। এটি শুধু শিক্ষার্থীদেরই নয়, গোটা জাতির অপমান।”

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন কর্মসূচি পালন করতে চাইলে প্রক্টরের কাছ থেকে অনুমতি নিতে হয়। আজকের ঘটনার বাস্তবতা প্রমাণ করে, এই অনুমতি ও পৃষ্ঠপোষকতা প্রশাসন থেকেই এসেছে। অতএব, এই ঘটনায় প্রক্টরের দায় আছে এবং তাকে জবাবদিহি করতে হবে।

পোস্টের শেষে নাছির আরও উল্লেখ করেন, তোফাজ্জল ও সাম্য হত্যাকাণ্ড, শেখ হাসিনার গ্রাফিতি মোছার মতো নানা ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও নির্লজ্জ পৃষ্ঠপোষকতা স্পষ্ট হয়েছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ হতাশ, বিক্ষুব্ধ এবং ক্ষুব্ধ।