ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান আমাদের ধন্যবাদ জানিয়েছেন: ফরহাদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৫৭২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হিসেবে সাবেক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ কয়েকজনের ছবি প্রদর্শন করেছে ইসলামী ছাত্রশিবির। এতে ছাত্রদলের একটি অংশ সমর্থন জানালেও, বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এসএম ফরহাদ।

বুধবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ছাত্রদলের ছোট একটা অংশ আমাদের কাঁধে ভর করার চেষ্টা করছে। যেভাবে বামপন্থিরা একসময় আওয়ামী লীগের উপর ভর করে সব শেষ করেছিল, ছাত্রদল যেন সেই ভুল না করে, সে বিষয়ে আমরা সতর্ক থাকার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “প্রদর্শনীতে আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি রাখায় তার সন্তান আমাদের ধন্যবাদ জানিয়েছেন। এটি কোনো জেদের জায়গা থেকে নয়, সত্য তুলে ধরার প্রয়াস। খালেদা জিয়ার বক্তব্য আমরা উপস্থাপন করেছি কারণ তিনি বিচারিক হত্যার বিরুদ্ধে কথা বলেছিলেন।”

এসএম ফরহাদ জানান, প্রথম দিন যারা ‘বিচারিক হত্যাকাণ্ডের’ শিকার হয়েছেন, তাদের ছবি প্রদর্শন করা হয়। দ্বিতীয় দিনে বিতর্কের প্রেক্ষিতে প্রদর্শনীতে সংশ্লিষ্ট বিচার প্রক্রিয়ার ডকুমেন্ট উপস্থাপন করা হয়। এর মাধ্যমে তাদের দাবি ছিল, এসব ঘটনা প্রকৃতপক্ষে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারিক হত্যাকাণ্ড ছিল।

জনপ্রিয় সংবাদ

গণসংযোগে নিহত ১৫ মামলার আসামি সরওয়ার বিএনপির কেউ নন: আমীর খসরু

শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান আমাদের ধন্যবাদ জানিয়েছেন: ফরহাদ

আপডেট সময় ১০:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হিসেবে সাবেক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ কয়েকজনের ছবি প্রদর্শন করেছে ইসলামী ছাত্রশিবির। এতে ছাত্রদলের একটি অংশ সমর্থন জানালেও, বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এসএম ফরহাদ।

বুধবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ছাত্রদলের ছোট একটা অংশ আমাদের কাঁধে ভর করার চেষ্টা করছে। যেভাবে বামপন্থিরা একসময় আওয়ামী লীগের উপর ভর করে সব শেষ করেছিল, ছাত্রদল যেন সেই ভুল না করে, সে বিষয়ে আমরা সতর্ক থাকার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “প্রদর্শনীতে আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি রাখায় তার সন্তান আমাদের ধন্যবাদ জানিয়েছেন। এটি কোনো জেদের জায়গা থেকে নয়, সত্য তুলে ধরার প্রয়াস। খালেদা জিয়ার বক্তব্য আমরা উপস্থাপন করেছি কারণ তিনি বিচারিক হত্যার বিরুদ্ধে কথা বলেছিলেন।”

এসএম ফরহাদ জানান, প্রথম দিন যারা ‘বিচারিক হত্যাকাণ্ডের’ শিকার হয়েছেন, তাদের ছবি প্রদর্শন করা হয়। দ্বিতীয় দিনে বিতর্কের প্রেক্ষিতে প্রদর্শনীতে সংশ্লিষ্ট বিচার প্রক্রিয়ার ডকুমেন্ট উপস্থাপন করা হয়। এর মাধ্যমে তাদের দাবি ছিল, এসব ঘটনা প্রকৃতপক্ষে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারিক হত্যাকাণ্ড ছিল।