ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইনানী ছাড়লেন এনসিপি নেতারা, কক্সবাজার শহরে অবস্থান নিয়ে ধোঁয়াশা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

কক্সবাজার সফররত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শীর্ষ নেতারা ইনানীস্থ সী পার্ল হোটেল ত্যাগ করে কক্সবাজার শহরের অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইজে অবস্থান নিয়েছেন। তবে তারা কক্সবাজারে রাত কাটাবেন নাকি ঢাকা ফিরে যাবেন— সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

বুধবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পাঁচ সদস্যবিশিষ্ট এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের বহর সী পার্ল হোটেল ত্যাগ করে দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের কলাতলীতে পৌঁছায়। সেখানকার শালিক রেঁস্তোরায় তারা মধ্যাহ্নভোজ সারেন। খাবার গ্রহণকালে তাদের সঙ্গে ছিলেন এনসিপি’র কক্সবাজার জেলার কয়েকজন স্থানীয় নেতা।

মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টার দিকে নেতারা শহরের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে ওঠেন। সেখানে অবস্থানকালে গণমাধ্যমকর্মীরা ছবি ধারণ করতে চাইলে বাধা দেওয়া হয়। এনসিপির স্থানীয় নেতারা জানান, কেন্দ্রীয় নেতারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পরিকল্পনা বা কর্মসূচি জানাননি।

এদিকে এনসিপি নেতাদের শহরে অবস্থানের খবরে হোটেল প্রাঙ্গণে সাদা পোশাকে উপস্থিত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে কক্সবাজার বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো বিমান সংস্থার টিকিট সংগ্রহ করেননি এনসিপির নেতারা। ফলে তারা সড়কপথে না আকাশপথে ঢাকা ফিরবেন— তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসে এনসিপি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বিদায়ী সংবর্ধনা

ইনানী ছাড়লেন এনসিপি নেতারা, কক্সবাজার শহরে অবস্থান নিয়ে ধোঁয়াশা

আপডেট সময় ১১:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

কক্সবাজার সফররত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শীর্ষ নেতারা ইনানীস্থ সী পার্ল হোটেল ত্যাগ করে কক্সবাজার শহরের অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইজে অবস্থান নিয়েছেন। তবে তারা কক্সবাজারে রাত কাটাবেন নাকি ঢাকা ফিরে যাবেন— সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

বুধবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পাঁচ সদস্যবিশিষ্ট এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের বহর সী পার্ল হোটেল ত্যাগ করে দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের কলাতলীতে পৌঁছায়। সেখানকার শালিক রেঁস্তোরায় তারা মধ্যাহ্নভোজ সারেন। খাবার গ্রহণকালে তাদের সঙ্গে ছিলেন এনসিপি’র কক্সবাজার জেলার কয়েকজন স্থানীয় নেতা।

মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টার দিকে নেতারা শহরের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে ওঠেন। সেখানে অবস্থানকালে গণমাধ্যমকর্মীরা ছবি ধারণ করতে চাইলে বাধা দেওয়া হয়। এনসিপির স্থানীয় নেতারা জানান, কেন্দ্রীয় নেতারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পরিকল্পনা বা কর্মসূচি জানাননি।

এদিকে এনসিপি নেতাদের শহরে অবস্থানের খবরে হোটেল প্রাঙ্গণে সাদা পোশাকে উপস্থিত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে কক্সবাজার বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো বিমান সংস্থার টিকিট সংগ্রহ করেননি এনসিপির নেতারা। ফলে তারা সড়কপথে না আকাশপথে ঢাকা ফিরবেন— তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।