বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশে ইসলাম, কোরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো আইন প্রণয়ন হবে না।’ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে মাদরাসা শিক্ষার প্রসার ও উন্নয়নকে বিএনপি সবসময়ই সমর্থন করে। তবে, এই শিক্ষাঙ্গনকে কোনো নির্দিষ্ট দলীয় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিপক্ষে বিএনপি অবস্থান নেয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ইতোমধ্যে রাজনৈতিক, অরাজনৈতিক ও ইসলামপন্থী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সংলাপে বসেছে। দেশের সব ধর্মীয় ও আদর্শিক শক্তিকে ঐক্যবদ্ধ করে বিভক্তিহীন রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়েই তারা এগোচ্ছে।
তিনি জানান, হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, হাটহাজারী মাদরাসা, ছারছিনা দরবার শরিফসহ আলিয়া লাইনের প্রবীণদের সঙ্গে দেখা করে মতবিনিময় করেছে বিএনপি। দেশের সব জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় একটি সহনশীল ও একতাবদ্ধ রাজনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।