জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, যত কথাই হোক না কেন, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
মাসুদ কামাল বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে জামায়াত ও বিএনপির প্রভাব রয়েছে, যদিও এনসিপির প্রভাব কিছুটা ওপর থেকে তদবিরের মাধ্যমে বাড়ছে। তিনি বলেন, “যখন বিএনপি ক্ষমতায় আসবে, তখন কি জামায়াত বা এনসিপির কেউ সচিবালয়ে গিয়ে ধমক দিতে পারবে? পারবে না। এখন যে ‘মজা’ তারা পাচ্ছে, সেটা তখন পাবে না।”
তিনি আরও বলেন, “জামায়াতের অন্তত একটা সংগঠন আছে, কাঠামো আছে। এনসিপির কী আছে? শুধু ড. ইউনূস আছেন।”
এ সময় তিনি সাংবাদিকদের প্রবেশ-নিষেধের প্রসঙ্গ টেনে বলেন, “সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারেন না, অথচ এনসিপি বা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের লোকজন ঢুকতে পারেন। তারা ভেতরে কী করেন, তা যেন কেউ প্রকাশ না করে—এ জন্য অনেকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে।”
রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করে মাসুদ কামাল বলেন, “বাংলাদেশের মানুষ এখনো জামায়াত কিংবা এনসিপিকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠানোর অবস্থানে নেই। তাই তারা যেভাবে এখন চারপাশে ক্ষমতার স্বাদ নিচ্ছে, সেটা টিকে থাকবে না।”
তিনি আরও বলেন, “যুদ্ধাপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা এখন করছে কারণ তারা মনে করছে, কিছু একটা শক্তি তাদের পেছনে আছে। কিন্তু বিএনপি যদি ক্ষমতায় আসে, এই জায়গাগুলো তারা দখলে রাখতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জামায়াতের লোকজন বসানো আছে—এটা থাকবে না। বাস্তবতা হচ্ছে, এদের ধরে ধরে বসানো হয়েছে, কিন্তু সেই অবস্থান স্থায়ী হবে না।”