রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে তিনি হাসপাতালে যান এবং আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় তিনি ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন।
জানা যায়, গত শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তিনি কেবিনে রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সফল অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। ইতোমধ্যে তাকে সামান্য হাঁটাহাঁটি করতেও দেখা গেছে।
হাসপাতালে উপস্থিত মীর মোস্তাফিজুর রহমান বলেন, “আমি একজন শহীদ বাবার দায়িত্ব থেকেই এখানে এসেছি। আমির সাহেব দেশের একটি গুরুত্বপূর্ণ আন্দোলনের নেতা। তার দ্রুত সুস্থতা কামনা করি। দেশ ও জাতির জন্য তার আরও অনেক কিছু দেবার আছে।”
ডা. শফিকুর রহমান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চান।