ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পিআরমূলক বক্তব্য দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশের মানুষ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বোঝে না। বিদ্যমান ব্যবস্থার মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি।”
জামায়াতের সাম্প্রতিক অবস্থান ও প্রস্তাব নিয়ে তিনি আরও বলেন, “তাদের নানা বক্তব্যে জনগণ অবাক। বাস্তবতা থেকে দূরে থাকা এসব প্রস্তাব নির্বাচনী প্রক্রিয়াকে বিলম্বিত করতেই দেওয়া হচ্ছে।”
পুলিশ বাহিনী নিয়ে আশঙ্কা প্রকাশ করে মেজর হাফিজ বলেন, “গত এক বছরে আইনশৃঙ্খলা বাহিনীতে কোনো সংস্কার হয়নি। সেই পুরনো বাহিনী দিয়ে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।”
আন্তর্জাতিক রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ভারতে বসেই শেখ হাসিনা নির্বাচনের আগে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা কূটকৌশলের পরিকল্পনা করেছে। জনগণকে এখনই সজাগ হতে হবে।”