গাজীপুরে সাংবাদিক আছাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা প্রমাণ করে, বাংলাদেশ এখন আর ফ্যাসিবাদ নয়—সরাসরি সন্ত্রাসীদের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
শুক্রবার গাজীপুরে তুহিনের জানাজা পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “তুহিন ভাইকে যে নির্মমতায় হত্যা করা হয়েছে, তা আমাদের স্তম্ভিত করেছে। জুলাই অভ্যুত্থানের পর এমন বাংলাদেশ আশা করিনি। সাংবাদিকদের নিরাপত্তায় আমরা ব্যর্থ হয়েছি, জাতির কাছে ক্ষমা চাইছি।”
তিনি অভিযোগ করেন, গাজীপুর সারা দেশের সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে, যার দায় সাধারণ মানুষকে বইতে হচ্ছে।
গাজীপুরের পুলিশ প্রশাসনের ব্যর্থতার কঠোর সমালোচনা করে তিনি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, “অপরাধী ও তাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিকে গ্রেপ্তারে ব্যর্থ হলে গাজীপুর প্রশাসনকে প্রত্যাহার করতে হবে।”
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিস্তারকে রাজনৈতিক সংস্কৃতির দায় উল্লেখ করে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পর এই সংস্কৃতি বদলানোর কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তা আরও ভয়াবহ হয়েছে। যদি সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখতে না পারি, তাহলে জুলাইয়ের রক্ত বৃথা যাবে।”
তিনি রাজনৈতিক দলগুলোকে নিজেদের ভেতর শুদ্ধি অভিযান চালানোর আহ্বান জানান।