শিশু, কিশোর ও ছাত্র-জনতার রক্ত পান করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, দেশ ছেড়েও শেখ হাসিনা ষড়যন্ত্র থামাননি, বরং কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী তৎপরতা শুরু করেছেন।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, “অপকর্ম, লুটপাট, টাকা পাচার করে নিজেকে আর সামাল দিতে পারছেন না বলেই পাশের দেশ থেকে উল্টাপাল্টা কথা বলছেন। ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনা বলতেন দেশের মানুষ তাকে ভালোবাসে। তাহলে তিনি পালালেন কেন? কলকাতায় অফিসই বা কেন?”
তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনার শাসনামলে বিএনপি করা সনাতন ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হয়েছেন। নিজের পরিবার ও নাতি-নাতনি ছাড়া কারও প্রতি তার ভালোবাসা নেই। দলের একাংশকে শুধু লুট ও টাকা পাচারের সুযোগ দিয়েছেন।”
রিজভী আরও বলেন, “ক্ষমতা ধরে রাখার জন্য শেখ হাসিনা আন্তর্জাতিক মহলে দেশকে মৌলবাদ ও জঙ্গিবাদের আস্তানা হিসেবে উপস্থাপন করেছেন। ‘আমাকে ভোট দিন’ বলে দিনের ভোট রাতে করেছেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন।”
তিনি বলেন, “এত নিপীড়নের পরও দেশপ্রেমিক খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি। কিন্তু শেখ হাসিনা পালিয়েছেন—এটাই তার রাজনৈতিক ব্যর্থতার প্রমাণ।”