আওয়ামী লীগ ও ভারতের রাজনৈতিক মোড় ঘোরানোর জন্য বাংলাদেশে একটি দাঙ্গার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত ‘সনাতনী সমাবেশ’-এ বক্তৃতাকালে তিনি বলেন, “আওয়ামী লীগের জন্য, ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা দরকার। তাহলে রাজনৈতিক মোড় ঘোরানো যাবে, নির্বাচন বানচাল করা যাবে।”
তিনি উপস্থিত জনতাকে সতর্ক করে বলেন, “সেন্যই আমাদের, আপনাদের সবার সজাগ থাকতে হবে আমাদের জাতীয় স্বার্থে।”
হিন্দু সম্প্রদায়ের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রসঙ্গে গয়েশ্বর বলেন, “বাংলাদেশে মুসলমান নয়, হিন্দুরাই হিন্দুদের শত্রু। হিন্দুরাই হিন্দুদের ক্ষতি করে। এক ভাই ভারতে যায়, আর তিন ভাইয়ের জায়গা লিখে বিক্রি করে দেয়।”
আওয়ামী লীগের অতীত নিয়ে তিনি বলেন, “শেখ মুজিব বিহারি-বাঙালি দাঙ্গা লাগিয়ে ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান। আওয়ামী লীগ এ ধরনের ঘটনা ঘটাতে সিদ্ধহস্ত, দরকার হলে নিজের ঘরে আগুন দিতেও পিছপা হবে না।”
তিনি আরও বলেন, “কোনো মানুষই প্রকৃত অর্থে সাম্প্রদায়িক নয়, কোনো ধর্মও নয়। কিন্তু রাজনৈতিক ফায়দা তুলতেই দাঙ্গা-ফ্যাসাদ সৃষ্টি করা হয়। ১৯৮৮ সালেও হুসেইন মুহম্মদ এরশাদ একই কৌশল নিয়েছিলেন।”
গয়েশ্বর বলেন, “সাম্প্রদায়িকতা আজকের বিষয় নয়। এ উপমহাদেশে হাজার বছর ধরে রাজনৈতিক কূটচালের অংশ হিসেবে এটি ব্যবহৃত হয়েছে। ভারতেও এসব দাঙ্গা এখনো চলমান।”