ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইসলামী ছাত্রশিবিরের কোনো হল কমিটি নেই বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (৯ আগস্ট) দুপুরে নরসিংদীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঢাবির বিভিন্ন হলে রাজনীতি নিষিদ্ধ হওয়ায় শিবির কোনো হল কমিটি দেয়নি। অথচ ছাত্রদল নিয়মের তোয়াক্কা না করে হল কমিটি দিয়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা হলে পলিটিক্স বন্ধ রাখার দাবি জানালেও ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রমের স্বাধীনতা বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।
সাদ্দাম বলেন, ছাত্রশিবির সহনশীল রাজনীতি চর্চার চেষ্টা করছে। অভিযোগ করে তিনি জানান, ছাত্রদল যে কমিটি দিয়েছে তাতে ছাত্রলীগের ৫০ জনের বেশি কর্মীকে পুনর্বাসন করা হয়েছে। এমনকি তাদের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির এক সদস্যের বিরুদ্ধেও ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ছাত্রদল কমিটি গঠনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে এবং পরিশীলিত রাজনীতির চর্চা আরও জোরদার করবে।