ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদের উভয়কক্ষেই পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনে নামবে জামায়াত: তাহের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা তাহের বলেছেন, ফেব্রুয়ারিতে ঘোষিত জাতীয় নির্বাচনে অংশ নিতে দলটির কোনো আপত্তি নেই। উভয়কক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়ে প্রয়োজনে আন্দোলনে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তাহের। তিনি জানান, বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা সুখকর নয়, তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি জরুরি। এ পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হলেও বিশ্বে প্রচলিত এবং এটি জনগণের ভোটাধিকারের সঠিক মূল্যায়ন নিশ্চিত করবে।

তাহের দাবি করেন, সিইসি জীবনের বিনিময়েও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে অতীতের তিনটি নির্বাচন দেখে মানুষের মধ্যে শঙ্কা আছে— স্বচ্ছ হবে কি না। তাই জনগণের আস্থা ফিরিয়ে আনার ওপর জোর দেন তিনি।

বিচার ব্যবস্থায় সরকারের আন্তরিকতা প্রমাণের আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, দেশের রাজনৈতিক দলগুলো কমিশনসহ যে বিষয়ে একমত হয়েছে, সেগুলোই আপাতত সংস্কারের মাপকাঠি হতে পারে এবং দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নির্বাচনের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি, যদিও সিইসি বিষয়টি নিয়ে কাজ করছেন।

জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে তিনি বলেন, এটি কিছু বিষয়ের ওপর নির্ভর করছে; অর্থহীন কাগজে স্বাক্ষর করার অর্থ হয় না। এখন পর্যন্ত কমিশনের কার্যক্রমে জামায়াতের আপত্তি নেই জানিয়ে তাহের বলেন, প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে, সেমিফাইনাল ও ফাইনালে কীভাবে কাজ করে, সেটি পর্যবেক্ষণ করবে দলটি।

জনপ্রিয় সংবাদ

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: বিএনপি মহাসচিব ফখরুল

সংসদের উভয়কক্ষেই পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনে নামবে জামায়াত: তাহের

আপডেট সময় ০৮:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা তাহের বলেছেন, ফেব্রুয়ারিতে ঘোষিত জাতীয় নির্বাচনে অংশ নিতে দলটির কোনো আপত্তি নেই। উভয়কক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়ে প্রয়োজনে আন্দোলনে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তাহের। তিনি জানান, বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা সুখকর নয়, তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি জরুরি। এ পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হলেও বিশ্বে প্রচলিত এবং এটি জনগণের ভোটাধিকারের সঠিক মূল্যায়ন নিশ্চিত করবে।

তাহের দাবি করেন, সিইসি জীবনের বিনিময়েও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে অতীতের তিনটি নির্বাচন দেখে মানুষের মধ্যে শঙ্কা আছে— স্বচ্ছ হবে কি না। তাই জনগণের আস্থা ফিরিয়ে আনার ওপর জোর দেন তিনি।

বিচার ব্যবস্থায় সরকারের আন্তরিকতা প্রমাণের আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, দেশের রাজনৈতিক দলগুলো কমিশনসহ যে বিষয়ে একমত হয়েছে, সেগুলোই আপাতত সংস্কারের মাপকাঠি হতে পারে এবং দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নির্বাচনের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি, যদিও সিইসি বিষয়টি নিয়ে কাজ করছেন।

জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে তিনি বলেন, এটি কিছু বিষয়ের ওপর নির্ভর করছে; অর্থহীন কাগজে স্বাক্ষর করার অর্থ হয় না। এখন পর্যন্ত কমিশনের কার্যক্রমে জামায়াতের আপত্তি নেই জানিয়ে তাহের বলেন, প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে, সেমিফাইনাল ও ফাইনালে কীভাবে কাজ করে, সেটি পর্যবেক্ষণ করবে দলটি।