ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জাবি ছাত্রদলের রোকেয়া হল সভাপতি হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী মৌসুমী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৬৯৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঘোষিত কমিটিতে রোকেয়া হলের সভাপতি হয়েছেন কাজী মৌসুমী আফরোজ, যিনি অতীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় নেত্রী ছিলেন বলে জানা গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।

৮ আগস্ট শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে মৌসুমী তৎকালীন জাবি ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে রোকেয়া হলে পদপ্রত্যাশী ছিলেন। সে সময় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তার অংশগ্রহণ এবং ছাত্রলীগ নেতা সোহেল ও হাবিবুর রহমান লিটনের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বর্তমানে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে এসে তিনি শাখা ছাত্রদল আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এর ধারাবাহিকতায় তাকে রোকেয়া হল ছাত্রদলের সভাপতি মনোনীত করা হয়েছে।

এ বিষয়ে আহ্বায়ক বাবর বলেন, মৌসুমী কখনো ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না; কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, তবে তা রাজনৈতিক নয়। তার পরিবার বিএনপির সমর্থক।

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

জাবি ছাত্রদলের রোকেয়া হল সভাপতি হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী মৌসুমী

আপডেট সময় ০৮:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঘোষিত কমিটিতে রোকেয়া হলের সভাপতি হয়েছেন কাজী মৌসুমী আফরোজ, যিনি অতীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় নেত্রী ছিলেন বলে জানা গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।

৮ আগস্ট শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে মৌসুমী তৎকালীন জাবি ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে রোকেয়া হলে পদপ্রত্যাশী ছিলেন। সে সময় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তার অংশগ্রহণ এবং ছাত্রলীগ নেতা সোহেল ও হাবিবুর রহমান লিটনের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বর্তমানে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে এসে তিনি শাখা ছাত্রদল আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এর ধারাবাহিকতায় তাকে রোকেয়া হল ছাত্রদলের সভাপতি মনোনীত করা হয়েছে।

এ বিষয়ে আহ্বায়ক বাবর বলেন, মৌসুমী কখনো ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না; কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, তবে তা রাজনৈতিক নয়। তার পরিবার বিএনপির সমর্থক।