ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগিংয়ের রাজনীতিতে সময় নষ্ট করবে না শিবির: কেন্দ্রীয় সভাপতি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, সংগঠনটি কোনো প্রোপাগান্ডা বা ট্যাগিংয়ের রাজনীতিতে সময় নষ্ট করবে না। সোমবার (১১ আগস্ট) সকালে চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিবির সভাপতি অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল ছাত্রশিবিরকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা নিজেরা কোনো ইতিবাচক এজেন্ডা ছাড়া শুধু প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা চালায়। “আমরা এ ধরনের পলিটিক্স চাই না,” বলেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, “এ ধরনের নেতিবাচক রাজনীতিকে কবর দেয়ার জন্যই ২৪ জুলাইয়ের ঘটনা ঘটেছে। আবু সাঈদরা জীবন দিয়েছেন দেশের কল্যাণ ও শিক্ষার্থীদের উন্নয়নের জন্য।”

জাহিদুল ইসলাম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ট্যাগিংয়ের জবাব না দিয়ে দেশের কল্যাণ ও শিক্ষার্থীদের উন্নয়নকেই মূল লক্ষ্য করতে হবে। পাশাপাশি তিনি সমালোচনা করেন পূর্বের সংসদ সদস্যদের আচরণ ও নীতি নির্ধারণের অভাবের, উল্লেখ করে বলেন, “রাজনীতি মানে পৃথিবীকে পরিবর্তন করা, পলিসি মেকিংয়ে যোগ্য মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করা।”

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন শিবির সভাপতি।

জনপ্রিয় সংবাদ

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: বিএনপি মহাসচিব ফখরুল

ট্যাগিংয়ের রাজনীতিতে সময় নষ্ট করবে না শিবির: কেন্দ্রীয় সভাপতি

আপডেট সময় ১০:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, সংগঠনটি কোনো প্রোপাগান্ডা বা ট্যাগিংয়ের রাজনীতিতে সময় নষ্ট করবে না। সোমবার (১১ আগস্ট) সকালে চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিবির সভাপতি অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল ছাত্রশিবিরকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা নিজেরা কোনো ইতিবাচক এজেন্ডা ছাড়া শুধু প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা চালায়। “আমরা এ ধরনের পলিটিক্স চাই না,” বলেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, “এ ধরনের নেতিবাচক রাজনীতিকে কবর দেয়ার জন্যই ২৪ জুলাইয়ের ঘটনা ঘটেছে। আবু সাঈদরা জীবন দিয়েছেন দেশের কল্যাণ ও শিক্ষার্থীদের উন্নয়নের জন্য।”

জাহিদুল ইসলাম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ট্যাগিংয়ের জবাব না দিয়ে দেশের কল্যাণ ও শিক্ষার্থীদের উন্নয়নকেই মূল লক্ষ্য করতে হবে। পাশাপাশি তিনি সমালোচনা করেন পূর্বের সংসদ সদস্যদের আচরণ ও নীতি নির্ধারণের অভাবের, উল্লেখ করে বলেন, “রাজনীতি মানে পৃথিবীকে পরিবর্তন করা, পলিসি মেকিংয়ে যোগ্য মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করা।”

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন শিবির সভাপতি।