গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যায় না, তবে সময়ের আবর্তে তিনি হিরো থেকে ভিলেনে পরিণত হয়েছেন। তার কন্যা শেখ হাসিনা ‘ভিলেন থেকেও জঘন্য’ কিছুতে রূপ নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১১ আগস্ট) বিকালে রাজশাহীতে ছাত্র অধিকার পরিষদের জেলা ও মহানগর আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুর বলেন, “একাত্তরের পর আমরা ভুল করেছিলাম, মুজিবকে দেবতার আসনে বসিয়েছিলাম। কিন্তু তিনি একদলীয় স্বৈরশাসন ও বাকশাল কায়েম করেছিলেন। তার মেয়ে গত ১৬ বছরে ভারতীয় তাবেদার হয়ে দেশকে নরকে পরিণত করেছেন।”
তিনি অভিযোগ করেন, ক্ষমতার বাইরে থেকেও অনেক প্রাক্তন নির্যাতিত গোষ্ঠী দখলদারি, চাঁদাবাজি ও নির্যাতনে জড়াচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা না নিলে তাদেরও নির্মম পরিণতি অপেক্ষা করছে বলে সতর্ক করেন নুর।
নুর দাবি করেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো দলের ডাকে হয়নি; এটি শুরু হয়েছিল ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায়।
এছাড়া তিনি আনুপাতিক হারে সংসদের উচ্চকক্ষে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানান এবং জরিপের তথ্য তুলে ধরে বলেন, দেশের ৪৮ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন।
গণসমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের রাজশাহী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল। এতে গণঅধিকার, ছাত্রঅধিকার ও যুবঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘দাসত্ব নাকি মুক্তি: শিক্ষার্থীদের ভাবনায় ছাত্র সংসদ’ শীর্ষক এক মতবিনিময় সভায়ও বক্তব্য দেন নুর।