আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সংস্কার কাজ শেষ না করে ভোট হলে শহীদদের আত্মত্যাগ অর্থহীন হয়ে যাবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আয়োজিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তবে আমার শহীদ ভাইদের লাশ কবর থেকে তুলে সরকারকে ফেরত দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, তাকে সন্তান ফিরিয়ে দিতে হবে।”
রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানকালীন ঘটনার বিচার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, একই ফ্যাসিবাদী সংবিধান ও ব্যবস্থায় নির্বাচনে গেলে এত রক্তক্ষয় ও আত্মত্যাগের মূল্য শূন্য হয়ে যাবে।
গণমাধ্যমের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, “আগে গণমাধ্যম ছিল ‘হাসিনামাধ্যম’, এখন কী মাধ্যম—তা বললে চাকরি থাকবে না। তারা জনগণকে ধোঁকা দিয়ে যাচ্ছে।”
ডিজিএফআই ও আয়নাঘর ইস্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন বলেন, “ডিজিএফআই জনগণের টাকায় চলে, কিন্তু তাদের জবাবদিহি নেই। আমরা আয়নাঘর ভেঙে দিয়েছি, প্রয়োজনে ডিজিএফআইয়ের সদর দফতরও ভেঙে দেব। সংস্কার ছাড়া এ সংস্থা থাকতে পারবে না।”
সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ অন্যান্য নেতারা।