পূর্বপুরুষরা ব্রিটিশ ও পাকিস্তান থেকে মুক্তি দিয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, দেশের স্বাধীনতার পর দিল্লির প্রভাব থেকে মুক্তি দিয়েছে যুব সমাজ। কিন্তু প্রবীণ রাজনীতিকরা বারবার যুবকদের প্রতারিত করেছেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র জাতীয় যুব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল হান্নান মাসউদ বলেন, “বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে রক্তক্ষয়ী বিপ্লব ঘটিয়েছে আমাদের যুবকরা। সবাই এক উদ্দেশ্যে রাজপথে নেমেছিল—এই দেশকে দিল্লির দাসত্ব থেকে মুক্ত করা।”
যুবকদের ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, “যারা আমাদের বাচ্চা ছেলে মনে করে, তারা বলে বাচ্চাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। অথচ বাচ্চারাই বুক পেতে শহীদ হয়ে আপনাদের জন্য নিরাপদ বাংলাদেশ উপহার দিয়েছে।”
তিনি আরও বলেন, প্রবীণ ও যুবকের সহযোগিতায় আগামীর বাংলাদেশ গড়ে তুলতে তারা প্রস্তুত।