ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা এখন ছাত্রদল আহ্বায়ক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা মো. রায়হান হাবীব ইয়েনকে আহ্বায়ক করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে মো. রাতুল হাসান বিশ্বাস সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রায়হান হাবীব ইয়েন ২০১৯ সালে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের নুরুল-নাজমুল কমিটির উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন। ছাত্রলীগে দায়িত্বকালীন সময়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া তার ছবি ও পদবীর কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, রায়হান ছাত্রলীগের নিবেদিত প্রাণ ছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফরে সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে তিনি কেন দল পরিবর্তন করলেন, তা প্রকাশ করেননি।

নবনিযুক্ত আহ্বায়ক রায়হান হাবীব ইয়েন কোনো মন্তব্য করতে রাজি হননি।
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন জানান, এই কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদিত এবং জেলা ছাত্রদল বিষয়টি আগে জানত না। তার বক্তব্যে,

“বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী যারা দলের প্রতি নিবেদিত এবং দুঃসময়ে ছাত্রদলের রাজনীতি করেছে, তাদের মূল্যায়ন করতে হবে। আমাদের দলে ছাত্রলীগ থেকে আসা কোনো অনুপ্রবেশকারীকে স্থান দেয়া হবে না।”

তিনি আরও বলেন, রায়হান হাবীব ইয়েনের ছাত্রলীগে থাকার কিছু পোস্টার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন।

জনপ্রিয় সংবাদ

“আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ক্ষমতায় আসবে কেবল জনগণের সরকার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস”

টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা এখন ছাত্রদল আহ্বায়ক

আপডেট সময় ১০:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা মো. রায়হান হাবীব ইয়েনকে আহ্বায়ক করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে মো. রাতুল হাসান বিশ্বাস সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রায়হান হাবীব ইয়েন ২০১৯ সালে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের নুরুল-নাজমুল কমিটির উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন। ছাত্রলীগে দায়িত্বকালীন সময়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া তার ছবি ও পদবীর কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, রায়হান ছাত্রলীগের নিবেদিত প্রাণ ছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফরে সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে তিনি কেন দল পরিবর্তন করলেন, তা প্রকাশ করেননি।

নবনিযুক্ত আহ্বায়ক রায়হান হাবীব ইয়েন কোনো মন্তব্য করতে রাজি হননি।
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন জানান, এই কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদিত এবং জেলা ছাত্রদল বিষয়টি আগে জানত না। তার বক্তব্যে,

“বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী যারা দলের প্রতি নিবেদিত এবং দুঃসময়ে ছাত্রদলের রাজনীতি করেছে, তাদের মূল্যায়ন করতে হবে। আমাদের দলে ছাত্রলীগ থেকে আসা কোনো অনুপ্রবেশকারীকে স্থান দেয়া হবে না।”

তিনি আরও বলেন, রায়হান হাবীব ইয়েনের ছাত্রলীগে থাকার কিছু পোস্টার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন।