ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আত্মহত্যার ঘোষণা থেকে সরে এসে হার্ট অ্যাটাকে আক্রান্ত হিরো আলম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পাওয়ার পর আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে পরিবার ও সন্তানদের অনুরোধে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন হিরো আলম।

কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার (১৩ আগস্ট) বিকেলে তার ফেসবুক পেজ থেকে জানানো হয়, হিরো আলম হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এ ঘটনার পর তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে বিকেলে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে হিরো আলম লিখেছিলেন—

“রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না… কাল বিকেল পাঁচটায় জানাজা আমার নিজ বাসভবনে।”

হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী রিয়া মনি কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন। প্রমাণ হিসেবে তিনি তাদের কয়েকটি ভিডিও ক্লিপ ফেসবুকে প্রকাশ করেন। এ ঘটনার পর রিয়া মনি তাকে তালাকের নোটিশ দেন।

এটি প্রথম নয়—এর আগে কয়েকদিন আগে বগুড়ার ধুনটে নিজ বাড়িতে গিয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। তখন দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে স্ত্রী রিয়া মনি হাসপাতালে গিয়ে ফিরিয়ে আনেন। কিছুদিন পর তারা আবারও একত্রে বসবাস শুরু করলেও নতুন করে দাম্পত্য কলহ শুরু হয়।

জনপ্রিয় সংবাদ

“জনগণ-সরকার একসাথে থাকলে সাদাপাথর আগের রূপে ফিরবে: সিলেটের নবাগত ডিসি”

আত্মহত্যার ঘোষণা থেকে সরে এসে হার্ট অ্যাটাকে আক্রান্ত হিরো আলম

আপডেট সময় ১০:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পাওয়ার পর আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে পরিবার ও সন্তানদের অনুরোধে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন হিরো আলম।

কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার (১৩ আগস্ট) বিকেলে তার ফেসবুক পেজ থেকে জানানো হয়, হিরো আলম হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এ ঘটনার পর তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে বিকেলে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে হিরো আলম লিখেছিলেন—

“রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না… কাল বিকেল পাঁচটায় জানাজা আমার নিজ বাসভবনে।”

হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী রিয়া মনি কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন। প্রমাণ হিসেবে তিনি তাদের কয়েকটি ভিডিও ক্লিপ ফেসবুকে প্রকাশ করেন। এ ঘটনার পর রিয়া মনি তাকে তালাকের নোটিশ দেন।

এটি প্রথম নয়—এর আগে কয়েকদিন আগে বগুড়ার ধুনটে নিজ বাড়িতে গিয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। তখন দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে স্ত্রী রিয়া মনি হাসপাতালে গিয়ে ফিরিয়ে আনেন। কিছুদিন পর তারা আবারও একত্রে বসবাস শুরু করলেও নতুন করে দাম্পত্য কলহ শুরু হয়।