কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় বিএনপি নেতা ওয়াহিদুর রহমান মুক্তের বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি গত বুধবার ১ নম্বর কাশিনগর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সম্মেলনে বলেছেন,
“আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব—এই স্লোগান আমরা পরিবর্তন করতে চাই। চৌদ্দগ্রামে আমরা আর এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না। আজ থেকে আপনারা সবাই এই স্লোগান দেবেন—আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব। আর কোনো স্লোগান নাই।”
ওয়াহিদুর রহমান মুক্ত কুমিল্লা দক্ষিণ জেলা ইউনিটের চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তার বক্তব্য দুই মিনিট ১০ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও বিষয়টি নিয়ে বিব্রত।
বিতর্কিত বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ওয়াহিদুর বলেন, তিনি মূলত নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সবাইকে ভোটের গুরুত্ব বোঝাতে চেয়েছেন। তিনি জানান, তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে এবং তিনি চৌদ্দগ্রামে ভোট ‘ধানের শীষ’ প্রার্থী কামরুল হুদাকে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা মন্তব্য করেছেন, এটি ব্যক্তিগত বক্তব্য হতে পারে এবং ভুলবশত হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির বলেন, এ ধরনের বক্তব্য দলের ভাবমূর্তিকে ক্ষুন্ন করে, এবং এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ জানান, ওয়াহিদুরের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।