রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে পরিচালিত এ অভিযানে উদ্ধার হয়েছে ১৩টি তাজা ককটেল, ২৫টি আধা-প্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, নগদ ১ কোটি ১৩ লাখ টাকা এবং একটি টাকা গণনার মেশিন।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, পূর্ব তথ্যের ভিত্তিতে বুনিয়া সোহেলকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। কিন্তু যৌথ বাহিনী পৌঁছাতেই সন্ত্রাসীরা পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় এবং বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যায়। এলাকা অন্ধকার ও গলি-সংকীর্ণ হওয়ায় গ্রেপ্তার সম্ভব হয়নি।
বুনিয়া সোহেলের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক এবং মাদকসহ মোট ৩৮টি মামলা রয়েছে। চলতি বছরের শুরুতে গ্রেপ্তার হলেও ছয় মাসের কারাবাসের পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি এবং ফের অপরাধ কার্যক্রম শুরু করেন।
সেনা কর্মকর্তা আরও জানান, দুই দিন আগে বুনিয়া সোহেলের সহযোগীরা জেনেভা ক্যাম্পে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। তখন অভিযানে তার ১৩ সহযোগী গ্রেপ্তার হয়। এবার অল্পের জন্য বুনিয়া সোহেল হাতছাড়া হলেও তাকে ও তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।