সিলেটের জাফলং পাথর কোয়ারি থেকে লুট হওয়া প্রায় ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে র্যাব-৯। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি সিলেটের টহল টিম, সাদা পোশাকের সদস্য ও সিলেট জেলা প্রশাসনের সহায়তায় জৈন্তাপুরের আসামপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলনের ঘটনা ঘটে, যা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয় এবং পরবর্তীতে বিষয়টি হাইকোর্টে রিট আকারে ওঠে।
অভিযানে উদ্ধার হওয়া পাথর ট্রাকে করে জাফলং নদীতে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।