ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দেবিদ্বারে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে এক ব্যবসায়ীর কাছ থেকে দৈনিক ৫০০ টাকা করে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দেবিদ্বার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড গুনাই ঘরের জাহাঙ্গীর আলমের ছেলে এবং পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবিদ্বার সুজাত আলী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে হৃদয় স্থানীয় ব্যবসায়ী আমির হোসেনের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে তার স্ত্রী ও মেয়েকে অপহরণ ও হত্যার হুমকি দিতেন। সম্প্রতি তিনি ১৫ হাজার টাকা চাঁদা দাবি করলে ব্যবসায়ী বাধ্য হয়ে তা পরিশোধ করেন।

পরে ভুক্তভোগী দেবিদ্বার থানায় হৃদয়সহ অজ্ঞাত আরও দুই-তিন জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, শুক্রবার হৃদয়কে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, দলীয়ভাবে খতিয়ে দেখা হবে। উত্তর জেলা ছাত্রদলের সভাপতি আসিফ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

দেবিদ্বারে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০১:২৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

কুমিল্লার দেবিদ্বারে এক ব্যবসায়ীর কাছ থেকে দৈনিক ৫০০ টাকা করে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দেবিদ্বার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড গুনাই ঘরের জাহাঙ্গীর আলমের ছেলে এবং পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবিদ্বার সুজাত আলী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে হৃদয় স্থানীয় ব্যবসায়ী আমির হোসেনের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে তার স্ত্রী ও মেয়েকে অপহরণ ও হত্যার হুমকি দিতেন। সম্প্রতি তিনি ১৫ হাজার টাকা চাঁদা দাবি করলে ব্যবসায়ী বাধ্য হয়ে তা পরিশোধ করেন।

পরে ভুক্তভোগী দেবিদ্বার থানায় হৃদয়সহ অজ্ঞাত আরও দুই-তিন জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, শুক্রবার হৃদয়কে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, দলীয়ভাবে খতিয়ে দেখা হবে। উত্তর জেলা ছাত্রদলের সভাপতি আসিফ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।