ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের দাবিতে বৃদ্ধের অনশন, প্রতারণার অভিযোগে এলাকায় চাঞ্চল্য

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে এক নারীর বাড়িতে দিনভর অনশন করেছেন ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সি। শনিবার (১৬ আগস্ট) উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আবুল কাসেম মুন্সি জানান, স্ত্রী মারা যাওয়ার পর তিনি নতুন করে সংসার করার সিদ্ধান্ত নেন। দুই মাস আগে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয় এবং বিয়ের প্রস্তাব দিলে তিনি সম্মতি দেন। সেই সুযোগে নারীটি বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা নেন। কিন্তু সম্প্রতি কোনো কারণ ছাড়াই যোগাযোগ বন্ধ করে দেন এবং ভুল ঠিকানা দেন। অবশেষে কয়েকদিন খোঁজাখুঁজির পর শনিবার সকালে তিনি ওই নারীর বাড়িতে উপস্থিত হন।

তিনি অভিযোগ করে বলেন, “হয় আমাকে টাকা ফেরত দেবে, নয়তো আমাকে বিয়ে করবে। আমার সঙ্গে প্রতারণার সঠিক বিচার চাই।”

এলাকাবাসীর দাবি, ওই নারী অতীতেও একাধিক পুরুষকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি জানাজানি হলে তিনি আত্মগোপনে চলে যান এবং ফোনে অভিযোগ অস্বীকার করেন।

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

বিয়ের দাবিতে বৃদ্ধের অনশন, প্রতারণার অভিযোগে এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় ০৮:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে এক নারীর বাড়িতে দিনভর অনশন করেছেন ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সি। শনিবার (১৬ আগস্ট) উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আবুল কাসেম মুন্সি জানান, স্ত্রী মারা যাওয়ার পর তিনি নতুন করে সংসার করার সিদ্ধান্ত নেন। দুই মাস আগে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয় এবং বিয়ের প্রস্তাব দিলে তিনি সম্মতি দেন। সেই সুযোগে নারীটি বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা নেন। কিন্তু সম্প্রতি কোনো কারণ ছাড়াই যোগাযোগ বন্ধ করে দেন এবং ভুল ঠিকানা দেন। অবশেষে কয়েকদিন খোঁজাখুঁজির পর শনিবার সকালে তিনি ওই নারীর বাড়িতে উপস্থিত হন।

তিনি অভিযোগ করে বলেন, “হয় আমাকে টাকা ফেরত দেবে, নয়তো আমাকে বিয়ে করবে। আমার সঙ্গে প্রতারণার সঠিক বিচার চাই।”

এলাকাবাসীর দাবি, ওই নারী অতীতেও একাধিক পুরুষকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি জানাজানি হলে তিনি আত্মগোপনে চলে যান এবং ফোনে অভিযোগ অস্বীকার করেন।